রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বসানোয় আপত্তি তোলায় আব্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইয়াসিন আলী বলেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেওয়ার বিষয়ে দুপুরে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক হয়। তাকে কেন দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হবে না, জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আব্বাসকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হবে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে নোটিশটি পাঠানো হবে। জবাব পাওয়ার পর তাকে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।
শুক্রবার (২৬ নভেম্বর) জেলায় সভা করে মেয়রকে বহিষ্কারের সুপারিশ করবেন কেন্দ্রে বলে উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অনিল কুমার সরকার।
মঙ্গলবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওটি এডিট করা বলে দাবি করেন মেয়র আব্বাস। তিনি বলেন, “এ রকম কথা তিনি বলেননি।”
বুধবার সারা দিন মেয়র আব্বাসের ওই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজশাহীতে। আব্বাসকে শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।